
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি বাজারে চেকপোস্ট থেকে নয়ন মন্ডল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নয়নের কাঁধে ঝুলানো ব্যাগের ভিতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (২৪ মে) বিকেলে মাধবপুর থানার আওতাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পালের নেতৃত্বে এএসআই আব্দুল হান্নানসহ একদল পুলিশ ওই পরিমাণ মাদকসহ নয়ন মন্ডলকে গ্রেফতার করে।
সে গাজীপুর জেলার কালীয়াকৈর উপজেলার ঠাকুরপাড়ার মৃত প্রদীপ মন্ডলের ছেলে।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা হবে। পরে তাকে আদালতে প্রেরণ করা হবে।