
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল নদী, যা স্থানীয়ভাবে ‘নীলনদ’ নামে পরিচিত, সেখানে ডুবে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী মারা গেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. মুসআব আমীন (২৮)। তিনি শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সকালে বন্ধুদের সঙ্গে নদীতে ঘুরতে গিয়েছিলেন মুসআব। বেলা ১টার দিকে পানিতে নামার পর তিনি একপর্যায়ে তলিয়ে যান। নিখোঁজের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় তিন ঘণ্টার তল্লাশির পর বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা বলেন, “নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠাই। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মুসআব শাবিপ্রবির শিক্ষার্থী ছিলেন। তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”