
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমিকে ছাত্র-জনতা আটক করে পুলিশে দিয়েছে।
রোববার রাতে সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান।
পুলিশ জানায়, তিনি আত্মীয়ের বাড়ি আত্মগোপন করে ছিলেন। তিনি বিএনপি কর্মীর করা একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।