
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম আয়োজনের পরিকল্পনা করছে বিএনপি। দিনটি ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক কর্মপরিকল্পনা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও তৎপরতা দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা মনে করছেন, দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার দেশে ফেরার ফলে ভোটের রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
উজিরপুর উপজেলার বাসিন্দা ও বই ব্যবসায়ী লিটন ফকির বলেন, “তৃণমূল বিএনপি এতদিন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে সংশয়ে ছিল। এখন সেই সংশয় ধীরে ধীরে কমছে।”
দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। অন্যান্য বিভাগের তুলনায় দক্ষিণাঞ্চলের নেতারা বেশি কর্মী-সমর্থক নিয়ে ঢাকায় উপস্থিত হওয়ার পরিকল্পনা করছেন।
জেলার বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, “আমাদের উপজেলা থেকে ১৫–২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে।”
কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা কয়েক দফা সভা করেছি। বরিশাল বিভাগ থেকে ৫ লাখের বেশি নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাঁরা সড়ক ও নদীপথে ঢাকায় পৌঁছাবেন।”
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন জানান, “বরিশাল জেলা থেকে ৪টি লঞ্চ ও ২০টি বাসের ব্যবস্থা করেছি। এছাড়া নিজেদের উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মহানগর থেকেও দুটি লঞ্চ ঢাকায় পাঠানো হচ্ছে।”
উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করছেন। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।