
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে আসন্ন ভোটের আগে তা ধীরে ধীরে উন্নতি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে এই মন্তব্য করেন।
সিইসি বলেন, প্রতিটি আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও যোগ করেন, "সুতরাং ভোটে আইন-শৃঙ্খলা বজায় রেখে আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।"
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি 'পারফেক্ট লেভেল'-এ পৌঁছায়নি, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ভোট প্রতিহত করার যে হুমকি আছে, তা নিয়েও সিইসি সতর্ক থাকছেন। তিনি বলেন, "যদি কেউ ভোট প্রতিহত করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।