
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) রাজনীতির মাঠে আরও অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, এনসিপি এখনো রেজিস্ট্রেশন পায়নি, কিন্তু আবেগপ্রবণ হয়ে তারা যেসব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, তা পরিপক্বতার ঘাটতিরই পরিচয় বহন করছে। তিনি বলেন, “এ ধরনের অপ্রস্তুত ও অপরিকল্পিত কর্মসূচির কারণে জনগণ দেখছে দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানীদের ওপর ফ্যাসিবাদী শক্তি আক্রমণ চালাচ্ছে।”
তিনি জানান, বিএনপি সব সময় এনসিপিকে রাজনীতির জটিলতা বুঝে চলার পরামর্শ দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা দেবে। “আমরা চাই তোমরা দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী জাতীয় নেতৃত্বে পরিণত হও, কিন্তু এখনো অনেক কিছু শেখার আছে,” বলেন সালাহউদ্দিন।
এসময় তিনি ইঙ্গিত দিয়ে বলেন, এনসিপির কর্মকৌশল দেখে মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, যেন বলা যায় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। তিনি সতর্ক করেন, “এভাবে চলতে থাকলে রাজনৈতিক ঐক্যের মধ্যে বিভাজনের সুযোগ পাবে ফ্যাসিবাদী শক্তি।”
নির্বাচন ইস্যুতে তিনি প্রশ্ন তোলেন, “শাপলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের ওপর আঙুল তোলা উচিত? দেশের আরও অনেক প্রতীক আছে। ধানের শীষও জাতীয় প্রতীক, তবে সেটি বহু আগে, ১৯৭৮ সালের আগেই স্বীকৃত হয়ে গেছে। তাই এসব বিষয়ে কথা বলার আগে রাজনৈতিক ইতিহাস জানা জরুরি।”
তিনি আরও বলেন, যারা সরকারের অংশ হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলছেন, তারা নিজেরাই জনগণকে বিভ্রান্ত করছেন। “আপনাদের দলের দুজন উপদেষ্টা তো সরকারের অংশ হয়েই আছেন। হয়তো আগামীতে তারা নির্বাচনেও আপনাদের সঙ্গী হবেন,” এমন মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ রাজনৈতিক দলগুলোকে সতর্কভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রকামী শক্তিগুলোর ঐক্যে যেন কোনো ফাটল তৈরি না হয়। তা না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।”