
রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে হঠাৎ উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। সাংবাদিকরা কারণ জানতে চাইলে সংক্ষেপে বলেন, “ব্যক্তিগত কাজে এসেছি।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মামুনুল হক মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কয়েক ঘণ্টা সেখানে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে কয়েকজন সহযোগীও উপস্থিত ছিলেন।
যদিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, অন্য একটি সূত্র জানিয়েছে— সম্প্রতি আফগানিস্তান সফর সংক্রান্ত কোনো বিষয়ে তিনি সেখানে গিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর তালেবান সরকারের আমন্ত্রণে সাত সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে আফগানিস্তান সফর করেছিলেন মাওলানা মামুনুল হক।