
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় ৩,২০০ হেক্টরজুড়ে বিশাল এক সামরিক ঘাঁটি নির্মাণ করেছে চীন, যেখানে পারমাণবিক বোমারু বিমান পরিচালনার সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট–এর এক প্রতিবেদনে শুক্রবার প্রকাশিত স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি চীন।
মিসচিফ রিফ নামের একটি কৃত্রিম দ্বীপে তৈরি এই ঘাঁটির স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, সেখানে একটি গুছানো নগরের মতো পরিকাঠামো তৈরি করা হয়েছে। রয়েছে দীর্ঘ রানওয়ে, মিসাইল সংরক্ষণের স্থান, বিমান হ্যাঙ্গারসহ আধুনিক সামরিক সুবিধা।
এএমটিআই–এর পরিচালক গ্রেগরি পোলিং অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে বলেন, "এই ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে সমুদ্রবন্দরের সুযোগ-সুবিধা, বিশাল রানওয়ে, ৭২টিরও বেশি যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ভূমি থেকে আকাশে এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও উন্নত রাডার প্রযুক্তি।"
এএমটিআই আরও জানায়, চীন বর্তমানে প্যারাসেল দ্বীপপুঞ্জে ২০টি এবং স্প্রাটলি দ্বীপপুঞ্জে ৭টি অবস্থান নিয়ন্ত্রণে রেখেছে। এর মধ্যে চারটি সম্পূর্ণরূপে নৌ ও বিমানঘাঁটিতে পরিণত হয়েছে। স্কারবোরো শোয়াল অঞ্চলে চীনের কোস্টগার্ড নিয়মিত টহল দিলেও সেখানে এখনো স্থায়ী কোনো স্থাপনা গড়ে তোলা হয়নি।