
গাজীপুর মহানগরে থানার সামনেই সাংবাদিকের ওপর প্রকাশ্য হামলার ঘটনায় নড়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের উপস্থিতিতেই ঘটে এমন নৃশংসতা, যা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন তুলেছে নেটিজেনদের মধ্যে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর মহানগরের সদর থানা চত্বরে। হামলার শিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ (৩২) ‘দৈনিক বাংলাদেশের আলো’ পত্রিকায় কর্মরত এবং উত্তর ছায়াবিথী এলাকায় বসবাস করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, থানার পাশেই একদল যুবক আনোয়ারকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এরপর তাকে বেধড়ক কিলঘুষি ও পাথর দিয়ে আঘাত করা হয়। এ সময় আশপাশে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো দৃশ্যমান ভূমিকা নেয়নি। পরে তাকে একটি পুলিশের গাড়িতে করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত সাংবাদিকের সহকর্মী তমা জানান, “চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের জেরে স্থানীয় চাঁদাবাজদের রোষানলে পড়েন সৌরভ। প্রতিবেদন প্রকাশের প্রতিশোধ নিতে বুধবার সন্ধ্যায় তারা পুলিশের সামনেই সৌরভকে মারধর করে। পরে পুলিশের সহায়তায় আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।”