
ঝালকাঠির নলছিটিতে শোকের ছায়া নেমে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, নলছিটি পৌরসভার খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে, হাস্যোজ্জ্বল ও উদার স্বভাবের হাদি আর নেই। তার মৃত্যুর সংবাদে পুরো এলাকা শোকস্তব্ধ।
এর আগে, গত রাতেই হাদির মৃত্যুর খবর পাওয়া মাত্রই স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সড়কে নেমেছিলেন। তারা শহরের কলেজ মোড় এলাকায় অবস্থান নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত তিনটার দিকে বিক্ষুব্ধরা সরে যাওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।