
শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে সিলেট নগরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নগরীর চৌহাট্টা এলাকায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। নগরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিল এসে চৌহাট্টায় মিলিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি বিশাল মিছিল নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার চৌহাট্টা এলাকায় ফিরে আসে। সেখানে বিক্ষোভকারীরা “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “বিচার বিচার বিচার চাই”, “হাদি হত্যার বিচার চাই”, “আমরা সবাই হাদি হবো”, “যুগে যুগে লড়ে যাবো”—সহ নানা স্লোগানে মুখর করে তোলে এলাকা।
বিক্ষোভ চলাকালে নগরীর বারুতখানা এলাকার প্রথম আলো অফিস এবং চৌহাট্টার আল পাইন রেস্টুরেন্ট লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
এতে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।