
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রজনতাকে রাজপথ দখহলে রাখার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেইজের একটি স্ট্যাটাসে এ আহ্বান জানানোন হয়।
পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চ ওসমান হাদিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসবে।ছাত্রজনতা রাজপথ দখলে রাখবেন এবং বিচারের জন্য স্লোগান জারি রাখবেন।
পোস্টে আরও বলা হয়, ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না। আমরা খুব দ্রুতই কঠোর কর্মসূচি ঘোষণা করবো। আমরা আমাদের ভাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি মৃত্যুবরণ করেন। জুলাই মাসের গণঅভ্যুত্থানের একজন সাহসী যোদ্ধা হিসেবে তার অবদান স্মরণীয়। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর শনিবার সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাষ্ট্র হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দেখভাল করবে। হাদির জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে।