
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর থেকে ৬১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত মাসে উত্তর আফগানিস্তানের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ বিভিন্ন অঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হয়েছিল।
এছাড়াও, আগস্ট মাসে পূর্ব আফগানিস্তানে আরও একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২,২০০ জন প্রাণ হারিয়েছিলেন এবং প্রায় ৪,০০০ জন আহত হন। সেই সময় কুনার প্রদেশ ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়।