
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক অনুসন্ধান টিম জানিয়েছে, তারা দেশের চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত। এই প্রক্রিয়ায় তারা লক্ষ্য করেছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও বানিয়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা দেখানো এবং বিএনপি ও শিবির কর্মী গ্রেফতারের মতো বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে।
বিশেষত, সম্প্রতি ইন্টারনেটে র্যাব কর্মকর্তার একটি ভিডিও এআই প্রযুক্তি দিয়ে তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিএনপি ও শিবিরের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, এমন শত শত ভুল তথ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং প্রতিষ্ঠানটি এসব শনাক্ত করে জনগণকে সতর্ক করার কাজ করছে।