
বস্ত্র ও পাট খাতের জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আবেগের প্রভাবে নয়, বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্য অর্জন করা সম্ভব। এই লক্ষ্যে শিল্প, একাডেমিয়া ও নীতি সহায়তার সমন্বয় অপরিহার্য।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘জাতীয় বস্ত্র দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, “বস্ত্র শিল্প একটি কমোডিটি ইন্ডাস্ট্রি। এখানে কাঁচামালের দাম উৎপাদন ব্যয়ের প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ থেকেই মুনাফা অর্জন করতে হয়। তাই দক্ষতার বিকল্প নেই। দক্ষতায় কোনো ভুল হলে পুরো শিল্প পিছিয়ে যাবে।”
তিনি আরও উল্লেখ করেন, “টেক্সটাইল শিক্ষার মান এবং শিল্পের চাহিদার মধ্যে ফাঁক আছে। টেক্সটাইল শিক্ষা মূলত ফাংশনালধর্মী হলেও একাডেমিয়া ও শিল্পের সংযোগ না হলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনে পিছিয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে আছে ক্রুড অয়েল, আর আমাদের আছে ১৮ কোটি মানুষ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ করে ‘রিফাইন’ করতে পারলে আমরা সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারব।”