
দীর্ঘ দুই দশকের ব্যবধানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রংপুর নগরী মিছিল আর সমাবেশে মুখর হয়ে উঠেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে শহরের প্রবেশপথগুলোতে রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে কালেক্টরেট ঈদগাহ মাঠের দিকে মিছিল শুরু করেন।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রবেশপথে খণ্ড খণ্ড মিছিল গঠন করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ জনসভাস্থলরে জমায়েত হন। রংপুর ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ আশপাশের জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ নানা যানবাহনে নেতাকর্মীরা আসেন।
বিকেল সাড়ে ৪টায় জনসভা শুরু হয়। রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের সংসদ প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, “তারেক রহমানকে বরণ করতে লাখো মানুষের ঢল নেমেছে। বিএনপির ঘাঁটিতে পরিণত রংপুর ধানের শীষের বিজয় উপহার দিতে পারবে ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, দলের প্রত্যেক অঙ্গসংগঠনের নেতাকর্মী এই জনসভার সঙ্গে যুক্ত।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, রংপুরের জনসভায় তারেক রহমানের আগমন দলকে উজ্জীবিত করবে। তারা মনে করেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্যমুক্ত উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসবে। জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়ন বিষয়ক দাবি তারেক রহমানের কাছে তুলে ধরা হবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনসভায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, শুক্রবার জনসভাস্থল, বিভিন্ন সড়ক ও নগরীর প্রবেশমুখে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে। গোয়েন্দা নজরদারি পুরো শহরে বাড়ানো হয়েছে।
বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, নির্বাচনি সফরে তারেক রহমান রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
রাতেই রংপুর থেকে তিনি বগুড়ায় ফিরবেন এবং পরদিন শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন।