
সিলেটের গোলাপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হয়েছেন যুবদল কর্মী রনি হোসাইন (৩০)। শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাকে আটক করতে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, হত্যার কয়েক ঘণ্টা আগে রনি হোসাইন ফেসবুকে রাজুর বিরুদ্ধে কিছু পোস্ট করেছিলেন, যা হত্যাকাণ্ডের কারণ হতে পারে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, ‘রাজু নামে একজনকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত বলে জানা গেছে। পুরো ঘটনাটি তদন্তের মাধ্যমে আসল দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।’ এছাড়া এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।