
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এলাকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় এলাকায় আমবটতলা মোড়ে যশোর–চৌগাছা সড়কে সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে চলেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাতে জানা গেছে, এই ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনের আমবটতলা মোড়ে ফটোকপি দোকানে গেলে দোকানদার তাকে উত্ত্যক্ত করেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী দোকানদারকে মারধর করেন। পরে মোড়ের অন্যান্য দোকানদার উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। দুই পক্ষ সড়কে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়।
ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসে মূল ফটকের সামনে সড়কে টায়ার ও বেঞ্চে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে যশোর–চৌগাছা সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে ফাঁড়ি ও থানার পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, “স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বলে জানতে পেরেছি। অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত কেউ আছে কি না, তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা নিতে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আহতের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”