
ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ‘আয়েশা বাহিনী’র প্রধান মো. আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা (৩৫) এবং তার সহযোগী ইউসুফ (৪০)–কে গ্রেপ্তার করেছে র্যাব-২। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার সোমবার (১৪ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ‘কব্জিকাটা গ্রুপ’-এর সহযোগী হিসেবে পরিচিত আয়েশা গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই ও মাদক কারবারে জড়িত ছিল। গ্রেফতার হওয়া দুইজনই এই গ্রুপের সক্রিয় সদস্য।
র্যাব জানায়, সম্প্রতি আদাবর এলাকায় আয়েশা বাহিনীর নেতৃত্বে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ওই ঘটনায় গত ৩০ জুন আদাবর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। এছাড়া, ২৯ জুন মাদক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মাদক ব্যবসায়ী রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আয়েশা ও তার সহযোগীরা।
এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-২ অভিযানে নামে এবং ১৩ জুলাই রাতে আয়েশা ও ইউসুফকে গ্রেপ্তার করে।
র্যাবের দেওয়া তথ্যমতে, আয়েশার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, ছিনতাই, চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।