
হত্যা ও মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত সাত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কুয়েত কর্তৃপক্ষ। তবে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক প্যারডনের ভিত্তিতে একজন আসামির সাজা মওকুফ করা হয়েছে।
আরব টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ড কার্যকর করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, খুনের দায়ে তিনজন কুয়েতি নাগরিক এবং দুইজন এশীয়কে দোষী সাব্যস্ত করা হয়। এ ছাড়া মাদক পাচারের অভিযোগে আরও দুই বিদেশি আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এ সময় একটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বাঁচাতে আত্মীয়রা প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার ব্লাড মানি হিসেবে সংগ্রহের চেষ্টা করলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে না পারায় ফাঁসি কার্যকর করা হয়। যদিও আসামিদের নাম প্রকাশ করেনি কুয়েত কর্তৃপক্ষ, তবে তাদের জাতীয়তা জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে যিনি পারিবারিক ক্ষমা পেয়েছেন, তার পরিচয় প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দণ্ড কার্যকরের আগে সংশ্লিষ্ট সব আইনি প্রক্রিয়া—আদালতের রিভিউ ও আপিলের ধাপগুলো সম্পন্ন হয়েছে।