
কক্সবাজারের টেকনাফে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি মুরগির খামার থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় মো. শামীম (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হোয়াইক্যংয়ের কুতুবদিয়া পাড়ায় শামীমের মুরগির খামার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
আটক শামীম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মুরগির খামারের আড়ালে ইয়াবা বিক্রির কার্যক্রম চলছে বলে জানা যায়। সুত্রের ওপর ভিত্তি করে খামারে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে খামারের উত্তর-পূর্ব অংশে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে শামীমকে আটক করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, “আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”