
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরে যেসব ব্যক্তি লুটপাটে জড়িত ছিলেন, তাদের যথাযথ শাস্তি দেওয়া উচিত। তবে তিনি জোর দিয়েছেন, সংস্থাগুলো বন্ধ করে বেকারত্ব সৃষ্টি করা কোনো সমাধান নয়।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে কাজ করেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন জিয়াউর রহমান। ক্ষমতায় আসার পর বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল রাখতে উদ্যোগ নিয়েছে। বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে- এ কথা কেউ বলতে পারেনি।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের প্রতি মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন। তাদের বিশ্বাস করতে হবে। লুটপাটে যারা জড়িত, তাদের শাস্তি দেওয়া দরকার, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে কেনো বেকারত্ব সৃষ্টি করা হচ্ছে- এ বিষয়টি ভাবতে হবে।”
মির্জা ফখরুল উল্লেখ করেন, শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক পথরেখা তৈরির কথাও ভাবতে হবে। তিনি বলেন, “সংস্কারের যেসব প্রস্তাব বিএনপি সই করেছে, তা বহু আগেই দল উত্থাপন করেছিল।”
তিনি যোগ করেন, “বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, যেখানে গণতন্ত্র ও অর্থনীতি দুটোই সমৃদ্ধ হবে।”