
ঢাকায় শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এই মামলা করেন ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার জানান, মামলার বিষয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন আগামী ১৮ ফেব্রুয়ারি আদালতে জমা দিতে বলা হয়েছে।
মামলায় বলা হয়েছে, তানজিন তিশা দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত একজন মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। ‘অ্যাপোনিয়ার’ অনলাইন পেজের সঙ্গে যুক্ত হয়ে তিনি ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি পছন্দ করেন এবং সেটি বাসায় পৌঁছে দেওয়া হয়। শাড়িটি পরিধান করে পেজের প্রমোশনে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি বিভিন্ন ভয়েস ও টেক্সট মেসেজের মাধ্যমে।
তবে অভিযোগ অনুযায়ী, গত ১৮ জানুয়ারি শাড়ি গ্রহণের পর ১০ মাস অতিবাহিত হলেও তানজিন শাড়ি পরিধান বা প্রমোশন করেননি। পাশাপাশি, গত ছয় মাস ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি এবং ইচ্ছাকৃতভাবে কথোপকথন থেকে বিরত থেকেছেন।
বাদীর দাবি, তানজিন তিশা এই আচরণের মাধ্যমে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন মঞ্জুর করেছেন।