
যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কে ইতিহাস সৃষ্টি করেছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি শহরটির ১১২তম এবং ইতিহাসের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। এই ঐতিহাসিক অর্জনে এবার বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও যোগ করলেন শুভেচ্ছা বার্তা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নবনির্বাচিত মেয়রের উদ্দেশে একটি বার্তা শেয়ার করেন। সেখানে জোহরানের সমর্থকদের উদ্দেশে দেওয়া তাঁর বক্তৃতার একটি স্ক্রিনশট পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, “অভিনন্দন জোহরান মামদানি, নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন।”
মাত্র ৩৪ বছর বয়সে নিউইয়র্ক সিটির নেতৃত্বে আসা জোহরানের বিজয় এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি কেবল কনিষ্ঠতম মেয়রই নন, বরং নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবেও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন।
জোহরান মামদানি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার–ভারতীয় অধ্যাপক মাহমুদ মামদানির পুত্র। উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া জোহরান পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বড় হন এবং পরবর্তীতে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস শুরু করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
তিনি দ্য ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্স এবং বাউডোইন কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। মেয়র নির্বাচিত হওয়ার আগে জোহরান নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।