
রাজধানীর বনানীতে অবৈধ কার্যক্রমে লিপ্ত হাবানা সিসা বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর অভিযান শুরু হলে বিপুল পরিমাণ সিসা ও হুক্কা জব্দ করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রোপলিটন উত্তর কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বনানীর ১৭ নম্বর রোডের ডেল্টা ডালিয়া বিল্ডিংয়ে অবস্থিত হাবানা সিসা বারে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সিসা বারটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হুক্কার পাশাপাশি বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পরিবেশন করা হচ্ছিল।
ডিএনসি কর্মকর্তারা জানান, অভিযান চলাকালে উদ্ধারকৃত সামগ্রীর পরিমাণ ও অন্যান্য বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।