
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে, আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ২৫১ জন। একই সঙ্গে ধসে পড়েছে ৮ হাজারেরও বেশি ঘরবাড়ি। হতাহতদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ।
গত রোববার রাতে পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের জালালাবাদ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার কম্পনের কয়েক মিনিটের মধ্যেই আরও দুটি আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ ও ৪ দশমিক ৫।
কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের প্রধান এহসানউল্লাহ এহসান এএফপিকে জানান, “এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ রয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য দ্রুত উদ্ধার অভিযান শেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য ও ত্রাণ পৌঁছে দেওয়া।”
পুরো কুনার প্রদেশ পাহাড়ি অঞ্চলে হওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে উঠেছে। দুর্বল গঠনবিশিষ্ট কাঁচা ইটের ঘরবাড়ি ধসে বিপুল ধ্বংসস্তূপ তৈরি হওয়ায় মৃত ও আহতদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ কাজে আফগান সেনাবাহিনীও সহায়তা করছে।
আহতদের অনেকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদের পাঠানো হয়েছে নানগারহার প্রদেশ ও রাজধানী কাবুলে।
এহসান জানান, দেশি-বিদেশি মানবিক সহায়তা সংস্থাগুলো ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছে। খাদ্য ও ত্রাণের ঘাটতি নেই। তাঁর ভাষায়, “দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থা আমাদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহর ইচ্ছায় শিগগিরই সুশৃঙ্খলভাবে আমরা ত্রাণ বিতরণ শুরু করব।”
সূত্র: এএফপি