
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকে তারা “দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ” হিসেবে দেখছেন।
বিএনপি, শহীদ ওসমান হাদির হত্যার ঘটনাটিকে কেন্দ্র করে ঘটানো এই সহিংসতার তীব্র নিন্দা জানায়। মির্জা ফখরুল বলেন, “এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে মব, হামলা, ভাঙচুর এগুলো একটা ব্লুপ্রিন্টের অংশ বলেই আমরা মনে করি।”
তিনি আরও উল্লেখ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে “উগ্রবাদ প্রতিষ্ঠার চেষ্টা” করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, “তবে বাংলাদেশে জোর করে চাপিয়ে, মব সৃষ্টি করে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের উদার সংস্কৃতিতে এটা সম্ভব নয়।” তিনি এই সহিংসতাকে “নির্বাচন ঠেকানোর অপচেষ্টা” হিসাবেও আখ্যায়িত করেন।