
এশিয়ার দুই পরাশক্তি- চীন ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সীমান্ত থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্ব বাণিজ্য সংস্থায়। সংস্থার অন্যতম সদস্য এই দুই দেশ সম্প্রতি তথ্যপ্রযুক্তি ও সৌরশক্তি খাত নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে। বাণিজ্যের এ দুই খাতে ভারতের নীতির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) মামলা দায়ের করেছে চীন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্ক এবং ভারতীয় ফটোভোলটাইক খাতে দেওয়া ভর্তুকির বিরুদ্ধে WTO-তে আনুষ্ঠানিকভাবে মামলা করেছে বেইজিং।
বিবৃতিতে বলা হয়, ভারতের এসব শুল্ক ও ভর্তুকি ব্যবস্থা “ভারতের দেশীয় শিল্পগুলোকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে, চীনের স্বার্থের ক্ষতি করছে” এবং একই সঙ্গে WTO-এর বিদ্যমান নিয়মকানুনের লঙ্ঘন।
এ বিষয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, “আমরা আবারও ভারতকে WTO-তে তার প্রাসঙ্গিক প্রতিশ্রুতি মেনে চলার এবং অবিলম্বে তার ভুল অনুশীলনগুলি সংশোধন করার আহ্বান জানাচ্ছি।”
সূত্র: রয়টার্স