
পুনরায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা প্রকাশ করে সরকারকে সতর্ক করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। সংগঠনটি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘আবারও জুলাই নেমে আসবে।’
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে লেখা হয়, "পিএসসিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে পরিচালনা না করতে দিলে আবারও জুলাই নেমে আসবে। হাসিনার ভুলের রিপিটেশন কিন্তু ভয়ংকর!"
সংগঠনটি এর মধ্য দিয়ে সরকারকে ইঙ্গিত দিয়েছে, যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা খর্ব করা হয়, তাহলে রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে, ঠিক যেমনটি জুলাই মাসে দেখা গেছে।