
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সরকারের দেওয়া ব্যক্তিগত নিরাপত্তার গানম্যান প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজিত প্রতিবাদ সভায় নুর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সভার আয়োজন করা হয়েছিল ২০১৯ সালের ২২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ও ডাকসু ভিপি নুরুল হকের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার বিচার দাবি এবং দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের জন্য।
নুরুল হক নুর বলেন, ‘আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যেই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অফিসের সামনে পিটিয়ে মারে সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থু মারি।’
তিনি আরও বলেন, ‘আমরা বলছি ২৯ আগস্টের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমার গানম্যানের দরকার নাই। আমি গানম্যান নেব না। আমি তা প্রত্যাখ্যান করছি।’
সভায় নুর উদ্ভুদ্ধ কণ্ঠে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি ডাকসু। সেই ডাকসু থেকে আজকের এই প্রোগ্রামটি করা উচিত ছিল। এটা পরিষ্কার এবং সত্য উপলব্ধি যে, অনেক বছর পরে যে ডাকসু হয়েছে সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্লাটফর্ম হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে। আমি ডাকসু ও আমার অনুজ নেতৃবৃন্দকে অনুরোধ করব, ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দলমতের প্লাটফর্ম পরিণত করবেন না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভয়েস হিসেবে প্রতিষ্ঠা করুন।’