
মাদারীপুরের শিবচরে দরিদ্র ও মেধাবী ৩০০ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেছে সালেহ কল্যাণ ট্রাস্ট। শনিবার(১৭ মে) সকালে শিবচর উপজেলার সূর্যনগর মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের দত্তপাড়া এলাকার আলহাজ্ব চৌধুরী ছইফউদ্দিন আহমেদ (সূর্য মিয়া) ১৯৮১ সালে তার প্রয়াত পুত্র আবু জাফর সালেহ আহমেদ চৌধুরী (শিহাব মনি)-এর স্মরণে ‘সালেহ কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই ট্রাস্টটি রাজৈর ও শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে থেকে নিয়মিত সাহায্য করে আসছে।
এ বছরের বৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে রাজৈর ও শিবচরের ৪৬টি মাধ্যমিক ও ৬টি কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ৩০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে ৬ লাখ টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই সহায়তায় খুশি প্রকাশ করে সালেহ কল্যাণ ট্রাস্টকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া, সালেহ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপক সৈয়দ পারভেজ হোসাইন, মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নু মিয়া, তাহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম আজাদ, কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারা মিয়া এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।