
ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ তৈরি হলে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায় স্কটল্যান্ড—এমনটাই জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশ বিশ্বকাপের বাইরে ছিটকে পড়ার পর বিষয়টি নিয়ে দেশ-বিদেশে তীব্র সমালোচনা শুরু হয়। এই বিতর্ক চাপা দিতেই সাকিব আল হাসানের প্রসঙ্গ সামনে আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রফিকুল ইসলাম বাবু।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, এটি শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ঘটনা। ভারতে কিন্তু এ ধরনের কয়েকশো ঘটনা ঘটেছে। সেখানে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। অনেকে প্রতিবাদ করেছে, কিন্তু এটা নিয়ে যে এতো সিরিয়াস একটি সিদ্ধান্ত নেবে তা আমরা বুঝতে পারিনি।’
রফিকুল ইসলাম বাবুর মতে, ‘বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এবং ক্রিকেট বোর্ড দ্রুত যে সিদ্ধান্তটি নিয়েছে, সেটা আরেকটু ভেবে-চিন্তে নিলে ভালো হতো।’
আইসিসির ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, ‘আইসিসির এখন যে স্বাধীন নালিশ বোর্ড আছে একটা, স্বতন্ত্রেআরেকটি টিম আছে, তাদের কাছে যদি এই নালিশটা করা হতো, সিদ্ধান্তটা তাদের মাধ্যমে আসলেও কিন্তু বাংলাদেশ সেফ সাইডে থাকতো। ওরা (ভারত) যেমন নোংরামি করেছে, অবশ্যই এটা কেউই সাপোর্ট করি না। তবে এই জায়গায় ক্রিকেটীয় ডিপ্লোমেসিতে দারুণভাবে ধরা খেয়েছি।’
তার অভিযোগ, ক্রিকেট বোর্ড নিজেদের কাঠামোগত দুর্বলতা ও পরিকল্পনার ঘাটতি আড়াল করতেই সাকিব ইস্যুকে সামনে আনছে। এটি কোনো সমাধান নয়; বরং মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর কৌশল। তবে দেশের ক্রিকেট একেবারে রসাতলে চলে গেছে—এমন গুঞ্জন তিনি নাকচ করে দেন।
রফিকুল ইসলাম বলেন, ‘হয়তো এই ঘটনাটাকে ধামাচাপা দেয়ার জন্য সাকিব ইস্যুকে সামনে আনা হয়েছে। এই সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে, তার এখানে আসার কোনো সুযোগ নেই, তাকে আইনকে ফেস করতে হবে।’
আইসিসির সম্ভাব্য শাস্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় আইসিসি থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেবে না। কারণ, অতীতে কিন্তু অনেক রেকর্ড আছে যে, বিভিন্ন বিশ্বকাপই বিভিন্ন দেশ খেলতে যায়নি।’
শেষে তিনি যোগ করেন, ‘যদি সঠিকভাবে, সুন্দরভাবে, দেশের ক্রিকেটের স্বার্থে, সঠিক সিদ্ধান্ত নিতে চান, তাহলে স্টেকহোল্ডার সবাইকে নিয়ে সুন্দরভাবে কীভাবে সামনে সুন্দর একটি নির্বাচন করা যায়, সেদিকে এগিয়ে যেতে হবে। এটা করলেই দেশের ক্রিকেটে আবার স্বস্তি ফিরে আসবে এবং দেশের মানুষ ভালো ক্রিকেট দেখতে পারবে।’