
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চাইলতালী এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনায় গুলিবিদ্ধ সরওয়ার বাবলা নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলা বিকেলেই ঘটে। চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি নগরের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ দুজন অস্ত্রধারী ব্যক্তি গুলি চালান। সরওয়ার বাবলার বুকে একাধিক গুলি লাগে, ফলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্কিত লোকজন আশপাশ থেকে ছুটে যায়। এসময় প্রার্থী এরশাদ উল্লাহর পায়ে একটি গুলি লাগে।
ডিসি আমিরুল ইসলাম বলেন, “বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছেন, প্রার্থী গুলিবিদ্ধ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।”
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, হামলার পেছনে সরওয়ার বাবলার এবং কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের পুরনো বিরোধ রয়েছে। মূল লক্ষ্য ছিল সরওয়ার বাবলা, তবে গুলির ঘটনায় প্রার্থীও আহত হন।
এর আগে গত ৩০ মার্চ ভোর রাতে বাকলিয়া এক্সেস রোডে চকবাজার থানার চন্দনপুরার মুখে প্রাইভেট কারে বাবলাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। সেই ঘটনায় বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নিহত হন। সেসময় সরওয়ার বাবলা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে প্রাণে রক্ষা পান।