.jpeg)
মিরপুরের বাঙলা কলেজ ক্যাম্পাস আবারও উত্তেজনায়। সম্প্রতি ছাত্রলীগের এক অনুষ্ঠানে তোলা ছবিতে শিবিরের একজন শীর্ষস্থানীয় নেতাকে দেখা যাওয়ায় তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ছাত্রদল ও শিবিরের মধ্যে পাল্টাপাল্টি যুক্তি শুরু হয়েছে।
ছাত্রদলের দাবি, “আমাদের সংগঠনের কারও সঙ্গে ছাত্রলীগের ছবি নেই। অথচ শিবিরের নেতার ছবিই কেন প্রকাশ্যে এলো?”
অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নেতা শুধু সংগঠন নয়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি একাধিক বিতর্ক ক্লাবের সদস্য হিসেবে নানা আয়োজনের সঙ্গে যুক্ত থাকতেন। শিবিরের ভাষ্য অনুযায়ী, সেই ধারাবাহিকতাতেই ছাত্রলীগের অনুষ্ঠানে অংশ নিয়ে ছবিটি তোলা হয়েছে।