
ক্যালিফোর্নিয়ার স্টকটনে এক পারিবারিক অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন, এবং আরও দশজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার, ২৯ নভেম্বর, সন্ধ্যা ৬টার কিছু আগে স্টকটনের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে অবস্থিত একটি ব্যাঙ্কোয়েট হলে এই হত্যাকাণ্ড ঘটে। সান জোয়াকুইন কাউন্টির শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট জানিয়েছেন, এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল।
“নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্করা রয়েছেন,” বলেছেন হিদার ব্রেন্ট। তিনি বলেন, নিহতদের সঠিক বয়স ও লিঙ্গ সম্পর্কিত তথ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বন্দুকধারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।
“এটি পরিকল্পিত একটি ঘটনা হতে পারে। তবে এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা,” উল্লেখ করেছেন হিদার ব্রেন্ট।
তিনি আরও জানান, গুলিবর্ষণটি ব্যাঙ্কোয়েট হলে ভেতরে ঘটেছে কি বাইরে, তা এখনও নিশ্চিত নয়। তদন্তে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই), স্টকটন পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সহযোগিতা করছে।
স্টকনের ভাইস মেয়র জেসন লি এক বিবৃতিতে জানিয়েছেন, হামলার শিকাররা মূলত শিশুদের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে যে গভর্নরকে ‘ভয়াবহ গুলিবর্ষণ’ সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা অফিস আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সূত্র: এনবিসি নিউজ