
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানের মব হামলার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। সেই বিজয়ের সফলতা সব সময় কাম্য। কিন্তু সেই বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম তাদের বিজয় হাজার বছর স্থায়ী হবে। কিন্তু এক বছরের মধ্যে সেই বিজয় ধ্বংসের দিকে যাচ্ছে এটা আমরা আশা করি নি।”
ভাই লতিফ সিদ্দিকী আটক সংক্রান্ত প্রশ্নে কাদের সিদ্দিকী বলেন, “বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো না, তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। ডিবি অফিসে আরও কিছু মানুষ আটক করা হয়েছে; তাদের আদৌ গ্রেফতার করা হয়েছে কি না, তা জানি না।”
তিনি অভিযোগ করেন, “যে কোনো গ্রেফতার দেখালে আমাদের আপত্তি নেই। মিথ্যাও দেখাতে পারে সরকার। কিন্তু গ্রেফতারের কারণ দেখানো ছাড়া একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্যও আটক রাখা যাবে না। তারা মামলা দেবে, সেটা সত্য হোক বা মিথ্যা হোক কিন্তু এমন কেন?”
আওয়ামী লীগের স্বৈরাচারের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে কাদের সিদ্দিকী বলেন, “মানুষকে মত প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠান আয়োজন করা। ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, সেটির সংস্কার এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অন্য কোনো অনির্বাচিত পক্ষ এটি করতে পারবে না এবং করা উচিতও নয়। মানুষ সেটি মেনে নেবে না।”