রাতের আঁধারে বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনা ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা স্থানীয়দের নজরে আসে।
পুলিশ জানায়, রাত তিনটা থেকে ভোর চারটার মধ্যে দুই ব্যক্তি এ কাজটি করেছে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার দুপুর ২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। গাড়িদহ ইউনিয়ন বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কের ধারে ব্যাংকের শাখাটি অবস্থিত।
শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, সকালে বাইরে এসে তিনি সাইনবোর্ড পুড়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন। তিনি অফিস ভবনের দোতলায় থাকেন এবং ওই শাখায় কোনো সিসিটিভি নেই বলেও জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিও তিনি দেখেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দুটি খালি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে, যা দাহ্য পদার্থ বহনে ব্যবহৃত হয়ে থাকতে পারে। ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।