
ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বসুন্ধরায় আমিরে জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক।
জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে টেকসই রাখার উদ্যোগ, মানবাধিকার পরিস্থিতি, পাশাপাশি বাংলাদেশ–ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।
বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় ফ্রান্সের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং এ সহযোগিতা আরও জোরদার রাখার অনুরোধ জানান।
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলেও বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।