
বিদেশে অবস্থানরত প্রবাসীরা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ কথা জানান।
সংবাদ সম্মেলনে কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। এ সময় আখতার আহমেদ জানান, গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের ফল প্রকাশে স্বাভাবিকের তুলনায় কিছুটা সময় লাগবে।
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ইসির দৃশ্যমান পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে।’ তবে কোথাও আচরণবিধি ভাঙা হলে সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে তিনি আহ্বান জানান।
ইসি সচিব আরও বলেন, নির্বাচন কমিশনে অভিযোগ করলে প্রক্রিয়াগত কারণে সময় বেশি লাগতে পারে। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল সংক্রান্ত বিষয়ে কমিশন এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বলেও জানান তিনি।
এ ছাড়া আখতার আহমেদ জানান, সোমবার থেকেই দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে।