
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তার সঙ্গে সর্বশেষ সাক্ষাতের মুহূর্তগুলো তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বলেন, “সর্বশেষ উনার সঙ্গে দেখা হয়েছিল ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবসে। সেদিন তিনি খুবই উৎফুল্ল ছিলেন। আমার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেছিলেন এবং আমার ও আমার স্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন। নিজে অসুস্থ হলেও তিনি সবাইকে সুস্থ দেখার জন্য চিন্তিত ছিলেন। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে, যখন আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, তখন তার উপস্থিতি আমাদের খুবই প্রয়োজন ছিল।”
তিনি আরও বলেন, “আজ আমরা গভীর শোকের সময় একত্রিত হয়েছি। পুরো জাতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছিল, যাতে তিনি আমাদের সঙ্গে আরও অনেক বছর থাকতেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।”
সভায় তার মৃত্যুতে আগামী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।