
দেশের রাজনীতিতে গভীর শূন্যতা তৈরি করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোক ও সমবেদনার বার্তা আসছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বই উন্মুক্ত করা হলে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়ে স্বাক্ষর করেন। সবার আগে শোক বইয়ে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত, পাকিস্তান ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরাও এতে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
শোক জানাতে বিএনপির শরিক রাজনৈতিক দলগুলোর নেতারাও ধারাবাহিকভাবে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে শোক বইয়ে স্বাক্ষর করতে দেখা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিনসহ ১৬টির বেশি দেশের প্রতিনিধি ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন।
তিনি আরও জানান, শোক বইতে স্বাক্ষরের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, বুধবার ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং বৃহস্পতিবার ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।
শায়রুল কবির খান বলেন, "গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসন অফিসে শোক বই খোলা হয়েছে। এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তাদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।"
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।