
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে গোসল সম্পন্ন করে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ। জানাজার জন্য ঘনভিড় বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় লাখো মানুষ সমবেত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মরদেহ জানাজার উদ্দেশ্যে দক্ষিণ প্লাজায় আনা হয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত। হাতে জাতীয় পতাকা ও মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোতকে নিয়ন্ত্রণ করতে এবং ১৬টি প্রবেশপথের মাধ্যমে ভেতরে ঢোকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর।
এর আগে, সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়। পরবর্তীতে গোসলের কাজের জন্য এটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
ভোর থেকেই অনেক মানুষ হাসপাতালের সামনে জড়ো হয়ে হাদিকে শেষবারের মতো দেখতে আসে। আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ ওসমান হাদির মৃত্যুর খবর নিশ্চিত করে ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।