/shahbag-teacher.jpg)
দফায় দফায় লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও শাহবাগে আন্দোলনকারীদের দমাতে পারেনি পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারীদের কোন ভাবেই দমাতে না পেরে টিয়ার শেলও নিক্ষেপ করা হয়। এতেও সড়ক থেকে সরেনি আন্দোলনকারী শিক্ষকরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন। বেলা দুইটার দিকে পুলিশ এসব আন্দোলনকারীর ওপর চড়াও হয়। তবে পুলিশের লাঠিপেটার পরও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তি হয় প্রাথমিকের শিক্ষকদের। একপর্যায়ে আন্দোলনকারী বেশ কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। তবে নারী শিক্ষকদের একটি অংশকে এখনও সড়ক থেকে সরাতে পারেনি।
এ সময় আন্দোলনকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘পুলিশের হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, যাবে না’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, টিয়ারশেলের ধোঁয়া উপেক্ষা করেই আন্দোলনকারীরা রাস্তায় বসে রয়েছেন। পরে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
এর আগে দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।