
নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সরকার ভারত সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি না দেওয়ায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সাংবাদিকদেরও এক্রিডিটেশন বা সংবাদ পরিবেশনের অনুমতি দেয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত সময়সীমার মধ্যে দল ঘোষণা করেছিল। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বকাপ সংক্রান্ত সংবাদ পরিবেশনের জন্য আইসিসির কাছে এক্রিডিটেশনের আবেদন করেছিল দেশের ক্রীড়া সাংবাদিকরা।
সোমবার আইসিসি বাংলাদেশের সাংবাদিকদের এক্রিডিটেশন না দেওয়ার বিষয়টি মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না।
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সতর্ক করে বলেছেন, “ভারতে শুধুমাত্র খেলোয়াড় নয়, বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও নিরাপত্তা ঝুঁকি রয়েছে।”