
গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ, যা স্থানীয় নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পল্লবী থানা পুলিশের অভিযানে মোহাম্মদ ইউসুফ আলী (৪৫) নামের ওই ব্যক্তি গ্রেপ্তার হন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে অবৈধ অস্ত্রসহ একজন ব্যক্তির অবস্থানের খবর পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাঁধ এলাকার হ্যাভেন সিটির পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইউসুফ আলীকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আটক করা হয়।
এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।