
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় শুরু হওয়া এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১২ জানুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে আসেন এবং তিনি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।