
তামিলনাড়ুর কারুরে সমাবেশে ৪১ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় রাজ্যব্যাপী সফর স্থগিত করেছে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন।
বুধবার (১ অক্টোবর) এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, টিভিকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে বিজয়ের আগামী দুই সপ্তাহের জনসভা স্থগিত করার ঘোষণা দিয়েছে। দলটি জানিয়েছে, “এই পরিস্থিতিতে যেখানে আমরা প্রিয়জনদের হারানোর বেদনা ও শোকে আচ্ছন্ন, আমাদের দলের নেতার আগামী দুই সপ্তাহের জনসভা সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। নতুন কর্মসূচি পরে ঘোষণা করা হবে।”
উল্লেখ্য, শনিবার কারুরে সমাবেশে ৫১ বছর বয়সী বিজয় অনুষ্ঠানস্থলে প্রায় ৭ ঘণ্টা দেরিতে পৌঁছান। সমাবেশের জন্য বরাদ্দ ১০ হাজার জনের জায়গায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত থাকায় ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা দেয়। পুলিশের তথ্য অনুযায়ী, পর্যাপ্ত খাবার, পানি ও জরুরি চিকিৎসা ব্যবস্থা না থাকায় অনেকেই অজ্ঞান হয়ে পড়েন এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারেনি।
ঘটনার পর বিজয় শোক প্রকাশ করেছেন এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। টিভিকে নেতারা জানান, “আগেও আমরা অনেক বড় সমাবেশ আয়োজন করেছি, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
বিজয়ের রাজ্য সফর স্থগিত থাকলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে শোক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করা হচ্ছে।