
পাকিস্তানের বেলুচিস্তানের লোরালাই বিভাগে ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয়রা তীব্র কম্পন অনুভব করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি অসাফ।
ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫ রিখটার স্কেল। যদিও এটি কম শক্তির, কম্পন শক্তিশালী হওয়ায় স্থানীয় মানুষরা আতঙ্কিত হন। ভূমিকম্পের উৎপত্তি মাটির ২০ কিলোমিটার গভীরে এবং লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণপূর্বে ঘটে।
ভূমিকম্পের পর বেশিরভাগ মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।