
স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকবে বলে জানিয়েছে তালেবান সরকার।
শনিবার (৮ নভেম্বর) সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, “পাকিস্তানের সঙ্গে এর আগে যেই যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এটি বহাল থাকবে।”
মুজাহিদ আরও বলেন, “মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আপাতত এ বিষয় নিয়ে আমাদের এটাই বক্তব্য।”
এক্স-পোস্ট মাধ্যমে তিনি জানিয়েছেন, ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনার সময় কান্দাহার প্রদেশে পাকিস্তান হামলা চালায়। তবে আলোচনার প্রতি শ্রদ্ধা ও বেসামরিক হতাহত রোধ করার জন্য পাল্টা হামলা চালানো হয়নি।
আফগানভিত্তিক টোলো নিউজের সরকারি সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানি মর্টার হামলায় বেসামরিক অবকাঠামো ও একটি বাণিজ্যিক বাজার লক্ষ্য করা হয়েছিল। হামলায় দুইজন নিহত এবং চারজন আহত হন। এছাড়া পাকিস্তানি বাহিনী গত বৃহস্পতিবার অন্তত দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।