
অসুস্থতার খবরে মানবিক দায়িত্ববোধ থেকেই হাসপাতালে ছুটে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেলে ডা. শফিকুর রহমান হাসপাতালে উপস্থিত হয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীর বর্তমান চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান।
পরিদর্শনকালে জামায়াত আমির মহান আল্লাহর কাছে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন। পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের এনডিএফ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।